Buy anything you need. Buy Product!

Search Suggest

সেই এখানে নেই - se ekhane nei সাদাত হোসেন Pdf Download

সেই এখানে নেই - se ekhane nei সাদাত হোসেন Pdf Download

 





se ekhane nei pdf review

দমকা হাওয়ায় জানালা গলে বৃষ্টির জল এসে পড়েছে সিঁড়িতে। সেই জলে বার কয়েক পা হড়কে গেলো জহিরের। তবে সামলে নিল সে। তারপর উঠে এলো দোতলায়। আর ঠিক তখুনি দৃশ্যটা চোখে পড়ল।
সিঁড়ি লাগোয়া প্রথম ঘরটির

দরজায় একজন মানুষ বসে আছে। তবে মানুষটা ঘরের ভেতর দিকে মুখ করে বসে আছে বলে তার চেহারা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে পিঠ। ঘরের ভেতর থেকে আলো আসছে।

সেই আলোয় কেবল মানুষটার বসে থাকা শরীরের কুঁজো অবয়ব বোঝা যাচ্ছে। আর বোঝা যাচ্ছে তার ন্যুব্জ শরীরের থরথর কম্পন। সে একনাগাড়ে গুনগুন করে কাঁদছে। কিন্তু উঠে দাঁড়াতে পারছে না।
জহির হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কয়েক কদম হেঁটে সামনে এগিয়ে গেল। কিন্তু দরজার কাছে গিয়ে দাঁড়াতেই যেন জায়গায় জমে গেলো সে। ঘরের ভেতরের গা হিম করা দৃশ্যটা চোখে পড়ল তার।

Post a Comment