Buy anything you need. Buy Product!

Search Suggest

Posts

কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে ?

কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে ?
2 min read

 


প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা উচিত আমাদের সকলেরই। আমরা সবাই কিন্তু জানি, কি কি কাজ করলে আমরা নিজেদের কে উন্নত করতে পারব। কিন্তু আমরা জেনেও সেই কাজ গুলো করতে চায় না। আসলে মানুষ প্রচন্ড অলস। আমরা কাজ করি কম, কেন কাজ কম করি, তার অজুহাত তৈরি করি বেশি। ফলে, যখন আমি স্বীকার ই করলাম না যে, আমি আসলে কুঁড়ে তাই ভালো জায়গায় পৌঁছাতে পারলাম না, তখন তো এগিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই না!



কোন কিছু জানা, আর সেই জানা জিনিস জীবনে প্রয়োগ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ।আমরা প্রত্যেকেই জানার কাঙ্গাল, কিন্তু সেই জানা জিনিস জীবনে অ্যাপলাই করার সময় ভিখারি।

এতো কথা বললাম তার কারণ!!


এই পৃথিবীর অর্ধেক মানুষও, যদি আমরা সুঅভ্যাস আয়ত্ত করতে জানতাম, বা জানার পরে আয়ত্ত করতাম, তাহলে পৃথিবী টা আরও রঙিন হয়ে উঠত। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপনি সু অভ্যাস আয়ত্ত করার আগ্রহ প্রকাশ করেছেন তাই। চলুন, আপনার জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করি—



1.সকাল করে ঘুম থেকে উঠে পড়ুন। সকাল করে ঘুম থেকে ওঠা, শরীর ও মনের জন্য খুব ভালো। ঘুম থেকে উঠে, খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করুন এবং দশ মিনিট ধ্যান করুন নিয়ম করে। ধ্যান মন কে শান্ত রাখে, মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে। এবং সকালেই সারা দিনের কাজের ছক কষে নিন। এতে সময় নষ্ট হবে না।


2.ইনভেস্ট করুন নিজের উপর। মাসে কিছু টাকা নিজের উপরে ইনভেস্ট করুন। সেই নিজেকে উন্নত করতে পারে যে, নিজের উপরে ইনভেস্ট করতে জানে।


নিজের উপরে ইনভেস্ট মানে কিন্তু এটা নয় যে, ভালো ভালো জামা কাপড় পড়া, বা দামী খাবার খাওয়া। নিজের ইনভেস্ট মানে, আপনি যেই কর্ম টি করেন, তাতে কি করলে আরও এগিয়ে যেতে পারবেন, সেই স্কিল বাড়ানো। যেমন ধরুন, আপনি হয়তো শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, আপনি প্রতি মাসে ঐ বিষয়ে কিছু কিছু বই কিনে পড়াশোনা শুরু করলেন। এভাবেই নিজের উপরে ইনভেস্ট করতে হয়। শেয়ার মার্কেট এর উপরে যাতে জ্ঞান বাড়ে সেই চেষ্টা করে যেতে হবে।





3. বই পড়ুন । এই অভ্যাস টি প্রতিটি সফল ব্যক্তিদের থাকে। ধরুন, আপনি শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করছেন মানে, এই কিন্তু নয় যে আপনি অন্য বই পড়বেন না। আপনাকে কম বেশি সব ধরনের বই পড়তে হবে।






4.সময়ের মূল্য দিন। যে সময়ের মূল্য দেয়, সময় একদিন ঠিক তার দাম দেয়। নিজেকে উন্নত করতে গেলে সময় কে কাজে লাগাতে হবে, এবং কোথায় কতটুকু সময় ব্যয় হচ্ছে তার হিসাব অবশ্যই রাখতে হবে।


5.নিজেকে পর্যালোচনা করুন। দিনের শেষে একা বসুন। সারাদিন কিভাবে কাটালেন, কি কি ভুল করলেন, কার সঙ্গে কিভাবে কথা বললেন, কোন কোন কাজ বাদ পড়ে গেল, আজকে আপনি কতটুকু কি শিখলেন এই সব বিষয় নিয়ে নিজের সঙ্গে কথা বলুন। এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন একটি সকাল শুরু করুন।

এভাবেই আমরা নিজেকে উন্নত করতে পারি।





.

You may like these posts

Post a Comment