- 1 রহস্যময় হতে হলে আপনাকে কথা কম বলতে হবে,শুনতে হবে বেশি।
- 2 এমন একটা ভাব ধরবেন যেন আপনি ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না।
- 3 নিজের ব্যক্তিগত কোন গোপন বিষয়,পছন্দ-অপছন্দ,প্রিয় কিংবা অপ্রিয় জিনিস ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই কাউকে শেয়ার করা যাবে না।
- 4 মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করবেন।তারপর অন্যের সকল গোপন ইনফরমেশন নিয়ে নিবেন।কিন্তু নিজের সম্পর্কে কোন কিছুই শেয়ার করা যাবে না।
- 5 নিজেকে বেশি প্রদর্শন করবেন না।
- 6 প্রয়োজন ছাড়া কখনো প্রকাশ্যে আসবেন না।
- 7 মাঝে মাঝে দরকার হলে প্রিয়জনের সাথে কথা বলুন,দরকার না হলে বেশি কথা বলার প্রয়োজন নেই।
- 8 যতবেশি তথ্য সমৃদ্ধ এবং জানাশোনার অধিকারী হওয়া যাবে,নিজেকে ততই আড়ালে রাখতে পারবেন,আবডালে রাখতে পারবেন।কাজেই সেটি মাথায় রাখুন।
- 9 কেউ কোন কিছু অফার করলে না বুঝেই 'হ্যাঁ' বলবেন না।
- 10 মানুষকে 'না' বলার পরিমাণ বাড়িয়ে দিন।
- 11 চেষ্টা করবেন অন্যের ব্যক্তিগত গোপন তথ্য তাদের নিজেদের মুখ থেকে বের করে নেয়ার জন্য।আপনি অন্যের ব্যক্তিগত তথ্য যত বেশি জানবেন,আপনি অন্যের কাছে ততবেশি রহস্যবাজ ব্যক্তিতে পরিণত হবেন।
.