Buy anything you need. Buy Product!

Search Suggest

হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও এর ইলেক্ট্রনের শক্তির সমীকরণ

হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও এর ইলেক্ট্রনের শক্তির সমীকরণ

 



হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও এর ইলেক্ট্রনের শক্তির সমীকরণ



হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণঃ

মনে করি, হাইড্রোজেন পরামণুর ব্যাসার্ধ r এবং এর নিউক্লিয়াসে z সংখ্যক প্রোটন আছে। যেহেতু ইলেক্ট্রন এবং প্রোটনের চার্জ সমান, তাহলে ধরা যায়,

Z সংখ্যক প্রোটনের চার্জ = Ze ( অর্থাৎ Z পারমাণবিক সংখ্যা)

এবং, ইলেক্ট্রনের চার্জ = e

এই ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋনাত্মক ইলেক্ট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। মনে করি এই আকর্ষণ বলের মান F1, তাহলে আমরা লিখতে পারি,

1=×2

1=22 ----------------- (1)


আবার, ইলেক্ট্রন টি পরমাণুর কক্ষপথে একটি নির্দিষ্ট বেগে আবর্তনশীল। এই আবর্তনের কারনের একটি কেন্দ্র বিমুখী বলের উৎপত্তি হয়। ইলেক্ট্রনের এই আবর্তন বেগের মান v  এবং ইলেক্ট্রনের ভর m হলে আমরা লিখতে পারি,

2=2 ---------------(2) `

বোর পরমাণু মডেল হতে আমরা জানি, ইলেক্ট্রন ও নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল এবং ইলেক্ট্রনের আবর্তন জনিত কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ,

1=2

22=2

2=2 --------------- (3)

আমরা জানি, n তম কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ,

=2 ( এখানে h প্লাঙ্কের ধ্রুবক)

=2

v এর মান (3) এ বসিয়ে পাই,

(2)2=2

224222=2

=22422


ইহাই যেকোন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ।

যেহেতু, হাইড্রোজের পারমাণবিক সংখ্যা 1, সুতরাং Z= 1 বসিয়ে পাই,

=22422

যা, হাইড্রোজেন পরমাণুর ব্যসার্ধ নির্ণয়ের সমীকরণ।

 

formula-of-radius-of-hydrogen-atom-and-formula-of-energy-of-electron-in-bohr-orbit
Atom
Image source-Google | Image by- www.thoughtco.com


হাইড্রোজেন পরমাণুর শক্তিস্তরে ইলেক্ত্রনের শক্তি নির্ণয়ের সমীকরনঃ

হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনশীল ইলেক্ট্রনে দুই ধরনের শক্তি থাকে, বিভব শক্তি ও গতি শক্তি। এই দুটি শক্তি যোগ করলেই আমরা আবর্তনশীল ইলেক্ট্রনের মোট শক্তি পাবো।

m ভর বিশিষ্ট ইলেক্ট্রন v  বেগে আবর্তনশীল থাকলে এর গতি শক্তি,

=122 --------------(1) (3 নং সমীকরণ হতে )

আবার, কক্ষপথের ব্যাসার্ধ r হলে বিভব শক্তি,

=-2  -------------- (2)

সুতরাং মোট শক্তি,

= +

=122+(-2)

=-22 ---------------- (3)

আবার, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের সমীকরণ হতে পাই,

=22422

r এর মান (3)  নং এ বসিয়ে পাই,

=-22×122422

=-22422

যেহেতু H পরমাণুর জন্য Z = 1 সুতরাং আমরা লিখতে পারি,

=-22422

এটাই হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে ইলেক্ট্রনের শক্ত নির্ণয়ের সমীকরণ।

এই সমীকরণ ব্যবহার করে তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের শক্তি নির্ণয় করা যাক।

এক্ষেত্রে,

ইলেক্ট্রনের ভর =9.1×10-28

ইলেক্ট্রনের চার্জ =4.8×10-10

প্লাঙ্কের ধ্রুবক =6.626×10-27.sec

৩য় কক্ষপথের জন্য =3

=3.1416

এখন, ৩য় কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের শক্তি = 2×(3.1416)2×9.1×10-28×(4.8×10-10)432×(6.626×10-27)2

Post a Comment