হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও এর ইলেক্ট্রনের শক্তির সমীকরণ
হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণঃ
মনে করি, হাইড্রোজেন পরামণুর ব্যাসার্ধ r এবং এর নিউক্লিয়াসে z সংখ্যক প্রোটন আছে। যেহেতু ইলেক্ট্রন এবং প্রোটনের চার্জ সমান, তাহলে ধরা যায়,
Z সংখ্যক প্রোটনের চার্জ = Ze ( অর্থাৎ Z পারমাণবিক সংখ্যা)
এবং, ইলেক্ট্রনের চার্জ = e
এই ধনাত্মক নিউক্লিয়াস এবং ঋনাত্মক ইলেক্ট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। মনে করি এই আকর্ষণ বলের মান F1, তাহলে আমরা লিখতে পারি,
----------------- (1)
আবার, ইলেক্ট্রন টি পরমাণুর কক্ষপথে একটি নির্দিষ্ট বেগে আবর্তনশীল। এই আবর্তনের কারনের একটি কেন্দ্র বিমুখী বলের উৎপত্তি হয়। ইলেক্ট্রনের এই আবর্তন বেগের মান v এবং ইলেক্ট্রনের ভর m হলে আমরা লিখতে পারি,
---------------(2) `
বোর পরমাণু মডেল হতে আমরা জানি, ইলেক্ট্রন ও নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল এবং ইলেক্ট্রনের আবর্তন জনিত কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ,
--------------- (3)
আমরা জানি, n তম কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ,
( এখানে h প্লাঙ্কের ধ্রুবক)
v এর মান (3) এ বসিয়ে পাই,
ইহাই যেকোন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ।
যেহেতু, হাইড্রোজের পারমাণবিক সংখ্যা 1, সুতরাং Z= 1 বসিয়ে পাই,
যা, হাইড্রোজেন পরমাণুর ব্যসার্ধ নির্ণয়ের সমীকরণ।
Atom Image source-Google | Image by- www.thoughtco.com |
হাইড্রোজেন পরমাণুর শক্তিস্তরে ইলেক্ত্রনের শক্তি নির্ণয়ের সমীকরনঃ
হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনশীল ইলেক্ট্রনে দুই ধরনের শক্তি থাকে, বিভব শক্তি ও গতি শক্তি। এই দুটি শক্তি যোগ করলেই আমরা আবর্তনশীল ইলেক্ট্রনের মোট শক্তি পাবো।
m ভর বিশিষ্ট ইলেক্ট্রন v বেগে আবর্তনশীল থাকলে এর গতি শক্তি,
--------------(1) (3 নং সমীকরণ হতে )
আবার, কক্ষপথের ব্যাসার্ধ r হলে বিভব শক্তি,
-------------- (2)
সুতরাং মোট শক্তি,
---------------- (3)
আবার, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের সমীকরণ হতে পাই,
r এর মান (3) নং এ বসিয়ে পাই,
যেহেতু H পরমাণুর জন্য Z = 1 সুতরাং আমরা লিখতে পারি,
এটাই হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে ইলেক্ট্রনের শক্ত নির্ণয়ের সমীকরণ।
এই সমীকরণ ব্যবহার করে তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের শক্তি নির্ণয় করা যাক।
এক্ষেত্রে,
ইলেক্ট্রনের ভর
ইলেক্ট্রনের চার্জ
প্লাঙ্কের ধ্রুবক
৩য় কক্ষপথের জন্য
এখন, ৩য় কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের শক্তি =